ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
শুল্কের বিস্তারিত
-
গাড়ি আমদানিতে শুল্ক: ২ এপ্রিল থেকে কার্যকর।
-
যন্ত্রাংশে শুল্ক: মে বা তার পর থেকে প্রযোজ্য হবে।
ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ মার্কিন গাড়ি শিল্পে "অসাধারণ প্রবৃদ্ধি" আনবে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এতে গাড়ির দাম বাড়তে পারে, উৎপাদন ব্যাহত হতে পারে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হতে পারে।
প্রতিক্রিয়া
-
জেনারেল মোটরস: ঘোষণার পর কোম্পানির শেয়ার দর প্রায় ৩% কমেছে।
-
জাপানের অবস্থান: প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, তারা "সমস্ত বিকল্প বিবেচনা করবেন"। জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ।
-
ট্রাম্পের জবাব: "যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করলে শুল্ক দিতে হবে না," বলেছেন তিনি।
এই সিদ্ধান্ত ন্যাফটা (মুক্ত বাণিজ্য চুক্তি) ভুক্ত দেশগুলোর জন্যও প্রযোজ্য হবে, যেখানে অনেক মার্কিন কোম্পানি মেক্সিকো ও কানাডায় উৎপাদন করে। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, শুল্ক শুধু গাড়ির জন্য নয়, যন্ত্রাংশের জন্যও প্রযোজ্য হবে।
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য যুদ্ধকে আরও গভীর করতে পারে, যা ইতিমধ্যে চীন ও ইউরোপের সঙ্গে উত্তপ্ত অবস্থার সৃষ্টি করেছে।