প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার এক ফেসবুক পোস্টে জানান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আজ সকালে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
তিনি লিখেছেন, "প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে গভীর ও গঠনমূলক আলোচনা হয়েছে। চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন।"
এছাড়াও, সি চিন পিং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন ইউনিট স্থানান্তর এবং ঋণের সুদের হার কমানোসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন। পানিসম্পদ ব্যবস্থাপনায়ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার চীনে পৌঁছান। এটি তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।