ইরানের পক্ষ থেকে ট্রাম্পের চিঠির উত্তর দেওয়া হয়েছে

ইরানের পক্ষ থেকে ট্রাম্পের চিঠির উত্তর দেওয়া হয়েছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে পাঠানো ওই চিঠির প্রেক্ষিতে তেহরানের প্রতিক্রিয়া জানা গেছে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের বরাত দিয়ে জানায়, "ট্রাম্পের চিঠির জবাব ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে।" তবে তিনি স্পষ্ট করেন, "সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে সরাসরি আলোচনায় যাওয়া আমাদের নীতিবিরুদ্ধ। তবে পরোক্ষ আলোচনার পথ খোলা আছে।"  

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে একতরফা সরে আসে এবং দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। গত ৭ মার্চ ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পারমাণবিক আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন।  

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের জবাবে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে বিস্তারিত অবস্থান তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে প্রেরিত ট্রাম্পের চিঠিতে ইরানকে আলোচনার জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।  

বিশ্লেষকদের মতে, এই চিঠি বিনিময় ইরান-মার্কিন উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যদিও উভয় পক্ষই তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেনি।


সম্পর্কিত নিউজ