স্থানীয় সরকার নির্বাচন আইন মেনে নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করেছিলাম: ইশরাক

স্থানীয় সরকার নির্বাচন আইন মেনে নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করেছিলাম: ইশরাক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গতকাল (২৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করেন হাইকোর্ট।

ইশরাক হোসেন নিজেই ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। আজ শুক্রবার (২৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচনের ৩০ দিনের মধ্যে এই মামলা করা হয়েছিল। অনেকে ভুলভাবে মনে করছেন এটি পরবর্তীতে দায়ের করা হয়েছে।"

ইশরাক আরও বলেন, "৫ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর আজ আমি ন্যায়বিচার পেয়েছি। তবে কিছু মহল ইতোমধ্যেই আদালতের এই রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্যগত বিভ্রান্তি দেখা যাচ্ছে।"

তিনি জানান, আইনে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও তৎকালীন সরকার এটিকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছিল। "আমি প্রথম দিন থেকেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম," যোগ করেন তিনি।

এই রায়ের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পাওয়ার কথা ইশরাক হোসেনের। তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।


সম্পর্কিত নিউজ