মেসির জাদুতে ইন্টার মায়ামির জয়, দুই মিনিটেই গোল!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর ফিরেই ঝড় তুললেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন তিনি। বাংলাদেশ সময় রোববার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৫৫তম মিনিটে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন মেসি। আর ৫৭তম মিনিটেই সুয়ারেজের চমৎকার পাসে ডান দিক থেকে ঢুকে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান।
ম্যাচে ২৩তম মিনিটে রবার্ট টেলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল মায়ামি। মেসির গোলে সেটি ২-০ হলে ফিলাডেলফিয়া ৮০তম মিনিটে একটি গোল ফিরে পায়। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় ধরে রাখে ইন্টার মায়ামি। মেসির এই গোলই দলকে তিন পয়েন্ট এনে দেয়, যার বদৌলতে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান দখল করেছে তারা।
এটি এমএলএসে মেসির চলতি মৌসুমের দ্বিতীয় গোল। গত মাসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ঊরুর চোটে দুই সপ্তাহ মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ফলে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ মিস করতে হয়েছিল তার। তবে তার অনুপস্থিতিতেও আর্জেন্টিনা উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।
মেসি ফিরে এলেই ইন্টার মায়ামির জয়ের ধারা অব্যাহত রাখলেন। এমএলএসে ৫ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি সব প্রতিযোগিতায় ৮ ম্যাচে টানা অপরাজিত রয়েছে দলটি। মেসি খেলেছেন এমন প্রতিটি ম্যাচেই গোল বা অ্যাসিস্টে ভূমিকা রেখেছেন।
এরপর আগামী বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মেক্সিকোর এলএএফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এরপর ৬ এপ্রিল এমএলএসে টরন্টো এফসির বিপক্ষে খেলবে তারা। মেসির ফর্ম দলের জন্য ইতিবাচক সংকেত, এবং ভক্তদের আশা, তিনি এই ধারা বজায় রাখবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।