প্লাস্টিক বোতল থেকে মালাইকার পরিবেশবান্ধব পোশাক

প্লাস্টিক বোতল থেকে মালাইকার পরিবেশবান্ধব পোশাক
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫-এর মঞ্চ এবারও তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তৃতীয় রাতে দর্শকদের মুগ্ধ করেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও নির্মাতা করণ জোহর। আর শনিবার রাতের আকর্ষণ ছিলেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

এর আগের দিন, শুক্রবার আশির দশকের জনপ্রিয় নায়িকারা র‍্যাম্প দখল করেন। কারিশমা কাপুর, শিল্পা শেঠি ও মালাইকা অরোরা তাঁদের দুর্দান্ত উপস্থিতি দিয়ে মাতিয়ে রাখেন ল্যাকমের আসর। সেই রাতেই কালো পোশাকে নজর কাড়েন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ফাল্গুনী শেন পিকক-এর চোখধাঁধানো কালেকশনের অংশ হিসেবে কালো ক্রপ টপ, প্যান্ট ও জ্যাকেটের সঙ্গে ভারী অলংকারে সজ্জিত ছিলেন তিনি।

তামান্নার পাশাপাশি শোস্টপার ছিলেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর। এই বিশেষ রাতের জন্য তিনি পরেছিলেন কালো ট্রাউজার, গ্লিটার দেওয়া শার্ট ও কালো কোট। তাঁর কালো নেইল পলিশ ও কানের দুল তাঁকে আরও অনন্য করে তুলেছিল।

তবে আসরের অন্যতম আলোচিত বিষয় ছিল মালাইকা অরোরার পোশাক। আরএলান উপস্থাপিত শোতে ডিজাইনার নম্রতা যোশিপুরা রিসাইকেল করা পোশাকের এক নতুন সম্ভার নিয়ে আসেন। তাঁর কালেকশনে ছিল স্পোর্টস, জিম, এয়ারপোর্ট ও হোটেল লাউঞ্জের জন্য নান্দনিক পোশাক। মালাইকা পরেছিলেন প্লাস্টিক বোতল রিসাইকেল করে তৈরি একটি কালো জাম্পস্যুট ও জ্যাকেট। একই শোতে নম্রতার ডিজাইন করা পোশাক পরে মঞ্চে হাঁটেন অভিনেত্রী কুব্রা সেটও।

এদিকে ডিজাইনার অমিত আগরওয়াল ‘ফ্যাশন’ ও ‘ফাংশন’-এর সমন্বয়ে এক ব্যতিক্রমী আয়োজন উপহার দেন। তাঁর শোর শোস্টপার ছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে দর্শকদের চমকে দেন বলিউড অভিনেতা ঈশান খট্টর। সাক্ষা-কিন্নির আয়োজনে ‘দ্য সান-স্টপার পার্টি’ থিমের অধীনে তিনি র‍্যাম্পে উপস্থিত হন রঙিন থ্রি-পিস কর্ড সেট পরে। তবে সবার নজর কাড়েন শার্ট খুলে দেওয়ার মাধ্যমে, যা আসরের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দেয়।

ব্রিটিশ ব্র্যান্ড এএসওএসের ‘আ সামার অফ স্টাইল’ শো-তে একসঙ্গে র‍্যাম্পে হাজির হন বলিউড তারকা তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া। তাঁদের হাত ধরে হাঁটা মুহূর্তটি ল্যাকমের মঞ্চে নতুন মাত্রা যোগ করে।

সব মিলিয়ে তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫-এর আসর।


সম্পর্কিত নিউজ