ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগে গুলি করে ধ্বংস করা হয়। হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েল, জেরুজালেমের পার্শ্ববর্তী এলাকা এবং পশ্চিম তীরে উচ্চ সতর্কতা জারি করা হয়। ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় নতুন হামলা শুরু করেছে, যা ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এই অভিযানে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক হাজার।
গাজার সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত কয়েক দিনে এটি ছিল হুথিদের অষ্টম হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজ বহরে অন্তত তিনবার হামলা চালানোর দাবি করেছে হুথিরা।