ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশটির মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার (২০ মার্চ) রুশ মুসলিমরা মাসব্যাপী রোজা পালনের পর ঈদ উদযাপন করেন।

রাশিয়ার সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন বলেন, "ঈদুল ফিতর আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক। এই পবিত্র উৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন।"

পুতিনের মূল বক্তব্য

  • রাশিয়ার সামাজিক ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা

  • দাতব্য, শিক্ষামূলক ও দেশপ্রেমিক কর্মকাণ্ডে মুসলিমদের অংশগ্রহণের স্বীকৃতি

  • ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়া

একইভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও ঈদ উপলক্ষে মুসলিম নাগরিকদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

রাশিয়ায় প্রায় ২ কোটি মুসলিমের বসবাস, যা মোট জনসংখ্যার প্রায় ১৫%। দেশটির তাতারস্তান, বাশকোরতোস্তান ও উত্তর ককেশাসের অঞ্চলগুলোতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

ধর্মীয় বিশ্লেষক ড. আলেক্সি মালাশেঙ্কোর মতে, "পুতিনের এই বার্তা রাশিয়ার বহুজাতিক সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কৌশলের অংশ।"


সম্পর্কিত নিউজ