স্লো ওভার রেটের কারনে শাস্তি পেলেন রায়ান পরাগ

স্লো ওভার রেটের কারনে শাস্তি পেলেন রায়ান পরাগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে জয়ের আনন্দের দিনে দুঃসংবাদও পেয়েছে দলটি। স্লো ওভার রেটের কারণে রাজস্থানের নিয়মিত অধিনায়ক রায়ান পরাগকে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে।

আইপিএলের চলতি আসরে হার্দিক পান্ডিয়ার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের শাস্তির মুখে পড়লেন পরাগ। যদিও পুরনো নিয়ম পরিবর্তন হওয়ায় এই মুহূর্তে তার নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই।

আগে ব্যাট করতে নেমে নীতিশ রানার ৮১ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি রায়ান পরাগের ২৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ অবদানে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের হাফ সেঞ্চুরির পরও ৬ রানের ব্যবধানে হেরে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রাজস্থানের জয়ের নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই লঙ্কান লেগ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি চেন্নাই। ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন তিনি।

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখলেও স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে রায়ান পরাগকে। তবে আইপিএলে প্রথম জয়ের স্বস্তি হয়তো খানিকটা হলেও কমিয়ে দেবে তার হতাশা।


সম্পর্কিত নিউজ