ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে ২.৫ লাখ যান পারাপার, টোল আদায়ে রেকর্ড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঈদুল ফিতর উপলক্ষে এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা টোল। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সোমবার (৩১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে কয়েক লাখ টাকার টোল আদায় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে ২৮ মার্চ, যেখানে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়ে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা সংগ্রহ হয়েছে।
সেতুর নির্বাহী প্রকৌশলী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় পাশে ১৮টি বুথ চালু ছিল এবং মোটরসাইকেলের জন্য আলাদা বুথ রাখা হয়। এছাড়া, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ৪ লেন উন্মুক্ত থাকায় যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের ভোগান্তি হয়নি।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু উদ্বোধনের পর থেকে এটি দেশের অন্যতম ব্যস্ত সড়কপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৮-২০ হাজার যানবাহন পারাপার হলেও ঈদসহ বিশেষ সময়গুলোতে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।