ইমরান খানের বিরুদ্ধে কঠোর রায়: সাবেক প্রধানমন্ত্রীর ১৪ বছরের কারাদণ্ড!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের জেল দেওয়া হয়েছে। পাকিস্তানের একটি আদালত আজ শুক্রবার এই রায় ঘোষণা করেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
আদালতের রায় অনুযায়ী, ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক নাসির জাভেদ রানা বলেন, প্রসিকিউশনের পক্ষে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে।
রাজধানী ইসলামাবাদের কাছে একটি কারাগারে ইমরান খানকে আটক রাখা হয়েছে। সেখানেই বিশেষভাবে আদালত বসানো হয়েছিল এই মামলার রায় ঘোষণার জন্য।
উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা দায়ের করা হয়েছে। তবে ইমরান খান দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পিত অভিযানের অংশ।
এই রায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইমরান খানের সমর্থকরা এই সাজাকে অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন।