ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সাভারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, আটক ২

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সাভারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, আটক ২
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকার সাভারে এক বিএনপি নেতাকে খুন করতে এসে ধারালো অস্ত্রসহ জনতার হাতে দুইজন আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় তাদের আটক করতে গিয়ে জুয়েল ও নাফি নামে দুই যুবক আহত হন। পরে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাভারের ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম সারাদিন নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় রাত সাড়ে আটটার দিকে দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবককে সন্দেহজনক ওই ভিড়ের মধ্যে ঘুরাফেরা করতে দেখে উপস্থিত জনগণ তাদের দুজনকে আটক করে। এ সময় আরও ৫/৬ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলো- সাভারের ভাড়াটে খুনি হিসেবে পরিচিত বনপুকুর এলাকার পারভেজ ও বাশার। এর আগে তারা আরও তিনটি খুন করেছে বলেও স্বীকার করে। এ সময় পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের কাছে তারা স্বীকারোক্তি দেয় যে ভাড়ায় তারা বিএনপি নেতা খোরশেদ আলমকে খুন করতে এসেছিল। জবানবন্দি গ্রহণের পর তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় দুইটি সুইচগিয়ার উদ্ধার করা হয়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিতভাবে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । 

লায়ন খোরশেদ আলম বলেন, সাবেক ছাত্রদল নেতা পূর্ব শত্রুতার জের ধরে ওবায়দুর রহমান অভি আমাকে হত্যা করার জন্য এই ভাড়াটে খুনি পাঠিয়েছে বলে আটককৃতরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ব্যাপারে আমি প্রশাসন ও সাভারবাসীর কাছে বিচার চাই এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত নিউজ