মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক আহত,ক্ষয়ক্ষতি ব্যাপক

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে  শতাধিক আহত,ক্ষয়ক্ষতি ব্যাপক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

হঠাৎ গ্যাস পাইপলাইন ফেটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ অন্তত ৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের মধ্যাঞ্চলের পুত্রা হাইটসে একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় যা আশপাশের কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গেছে বলে যায়।

সেলাঙ্গর পুলিশের উপ-প্রধান মোহাম্মদ জাইনি আবু হাসান জানিয়েছে, আগুনে কমপক্ষে ৪৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১১২ জন আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ ৬৩ জনকে শ্বাসকষ্ট ও অন্যান্য আঘাতের কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত  কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিস দ্রুত আশেপাশের বাড়ি থেকে ৮২ জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অস্থায়ীভাবে নিকটবর্তী একটি মসজিদে রাখা হবে।

এদিকে আগুনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা বলছেন, তারা একটি শক্তিশালী ভূমিকম্প অনুভব করেন যা তাদের বাড়ির দরজা এবং জানালা প্রকম্পিত করে তোলে।


সম্পর্কিত নিউজ