ঈদের দিনে ফিলিস্তিনিদের স্মরণ করলেন হামজা

ঈদের দিনে ফিলিস্তিনিদের স্মরণ করলেন হামজা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশের ফুটবলে এখন নতুন আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। তাই ঈদে লাল-সবুজের সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন এই তারকা ফুটবলার। এ ছাড়াও বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ঈদের দিনে স্মরণ করলেন ইসরাইলের নিপীড়নের শিকার ফিলিস্তিনিদের।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা। একটি ছবিতে তাকে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়তে দেখা যায়। আরেকটিতে বেশ খোশমেজাজে দেখা গেছে তাকে। 

অপরটিতে তার হাতে একটি রিস্টব্যান্ড পরা, যেখানে কাল ফিতায় বাঁধা লকেট আকারের ছোট ফিলিস্তিনের জাতীয় পতাকা। হাতের নিচে কেফিয়াহ নামে সাদা কালো একটি স্কার্ফ। এই ছবি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। 

এর আগে স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রশংসিত হন তিনি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ জেতার পর তখনকার লিস্টার সিটির হামজা পতাকা গায়ে জড়িয়ে হেঁটে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রতিবাদ জানান। এবার রিস্টব্যান্ড হাতে পরে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানালেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকস্মিক হামলা চালায় ইসরায়েল, তারপর থেকে এ পর্যন্ত হাজারের বেশি ফিলিস্তিনি  নিহত হন, যার অধিকাংশ শিশু ও নারী ও এর পাশাপাশি  রেড ক্রিসেন্ট,  গণমাধ্যম কর্মী ও অন্যন্য সেচ্ছাসেবী  টার্গেট করে   বোমা হামলা করছে দখলদার ইসরায়েল।


সম্পর্কিত নিউজ