রাশিয়া যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলো
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াবকভ বলেছেন, "বর্তমান প্রস্তাব গ্রহণযোগ্য নয়"

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "মার্কিন প্রস্তাবে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হয়েছে, তাই এটি মানা সম্ভব নয়।"
রিয়াবকভ রাশিয়ার ইন্টার্শনাল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এই প্রস্তাব ইউক্রেন সংকটের মূল কারণগুলো সমাধান করে না।" উল্লেখ্য, ২০১৪ সালে ক্রাইমিয়া দখল ও ২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়া-পশ্চিমা সম্পর্ক তলানিতে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিলেও মস্কো তা উপেক্ষা করেছে। রিয়াবকভের এই বক্তব্য যুদ্ধবিরতি আলোচনা আরও জটিল করে তুলতে পারে।
রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩৫০ কোটি ইউরো (৩১০ কোটি ঋণ + ৪০ কোটি অনুদান) দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২৭ সাল পর্যন্ত ইইউ’র ৫ হাজার কোটি ইউরো সহায়তার মধ্যে এটিই সর্বশেষ কিস্তি। এখন পর্যন্ত কিয়েভ ১,৬০০ কোটি ইউরো পেয়েছে।
ইউক্রেন যুদ্ধের জেরে সুইস কর্তৃপক্ষ রাশিয়ার ৮৪০ কোটি ডলার মূল্যের সম্পদ হিমায়িত করেছে। গত এক বছরে ১৮০ কোটি ডলারের বাড়ি, লাক্সারি গাড়ি ও শিল্পসামগ্রী জব্দ করা হয়েছে। ইইউ সদস্য না হলেও সুইজারল্যান্ড রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলছে।