পুড়ে গেলো বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি স্টোরেজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
টানা দশ দিনের লাগা লস অ্যাঞ্জেলস আগুনে পুড়ে গেলো বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি স্টোররেজ। এটি ক্যালিফোর্নিয়ার মস ল্যান্ডিংয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ব্যাটারি স্টোরেজ ।
গত বৃহস্পতিবার সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শুক্রবারেও আগুন জ্বলতে দেখে গেছে। এই ঘটনা নবোদিত ব্যাটারি স্টোরেজ শিল্পের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে।সেইখানকার বাসিন্দাদের কে নিরাপদে সরিয়ে নিয়ছে। ও মহাসড়ক বন্ধ করে দিয়েছে।
মন্টেরে কাউন্টির নর্থ কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের ফায়ার চিফ জোয়েল মেন্ডোজা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখা গেলেও শুক্রবার আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে।
কিভাবে সেখানে আগুন লাগলো তা নিয়ে তদন্ত চলছে।