আয়নাঘরের ভয়াবহ বর্ণনা দিলেন আজমীর

আয়নাঘরের  ভয়াবহ বর্ণনা দিলেন  আজমীর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আয়নাঘরের নিশংস ভয়াবহ বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আম্মান আজমী সাম্প্রতিক সময়ে তার একটি ফেসবুক পোস্ট ১৮ জানুয়ারি ব্যাপক ভাইরাল হয়।

সেই ফেসবুক পোস্টে আপনি লেখেন , আমার বন্দীজীবনে যেই সেল এ আমাকে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটটা ছিল আনুমানিক ৪৫/৫০ কদম দূরে। টয়লেটে যেতে হলে হাতে হাতকড়া পরিয়ে, মোটা কালো কাপড় দিয়ে চোখ বেধে, মাথার উপর থেকে ঘাড় পর্যন্ত যমটুপীর মত কালো মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া-আসা করতো। পরের দিকে অবশ্য আমার অব্যাহত অভিযোগের চাপে মুখোশ পড়ানো বন্ধ করেছিল।
আমি হিসাব করে দেখেছি, ২৯০৮ দিনে (৬৯,৭৯৪ ঘ:) মোট প্রায় ৪১ হাজার বার আমার চোখ-হাত বাধা হয়েছে। পৃথিবীর ইতিহাসে বোধ হয় এই রেকর্ড আর নেই।
কত নির্মম হতে পারে যালেমরা! মহান আল্লাহ বলেছেন, "আমি যুলুম হারাম করেছি"। আখেরাতে এই যালিমদের কি পরিনতি হবে বলে মনে করেন?
আব্দুল্লাহ আম্মান আজমী জামাত ইসলামের সাবেক আমীর প্রয়াত গোলাম আজমের ছেলে। মুক্ত হওয়ার পরে তিনি বলেন, আমার মনে হতো তারা আমাকে ক্রসফায়ার করে হত্যা করবে। আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতাম। আমার লাশটা যেন পরিবারের কাছে পৌছায়।
উল্লেখ্য, ২০১৬ সালে ২৩ আগষ্টে আজমীকে তার নিজ বাসা থেকে গুম করা হয় । এর পর গত বছরের ৫ আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পরের দিন তিনি মুক্তি পান। এর পর তিনি বিভিন্ন মিডিয়া তে আয়নাঘরের বন্দি জীবনের লহর্ষ নিশংস ঘটনার বর্ণনা দিয়েছেন।


সম্পর্কিত নিউজ