বিএসএফের হাত বোমা নিক্ষেপ পাঁচ বাংলাদেশী আহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুপ্রবেশ করে আম ও বড়াই গাছ কেটে ফেলে ভারতীয়রা। ১৮ জানুয়ারি ( শনিবার) বেলা ১২ ঘটিকায় ঘটনার সূত্রপাত ঘটে ও সংঘর্ষ চলে বেলা ৪ টা পর্যন্ত ।
বাংলাদেশীদের অভিযোগ ভারতীয় দের গম কেটে নিয়েছে বাংলাদেশীরা এমন গুজব ছড়িয়ে পড়ে ভারতীয় সীমান্ত এলাকায়। এর পরে শূন্য রেখা পেরিয়ে দেশী ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে ভারতীয় বাসিন্দারা ও বিএসএফ সদেস্যরা। আম ও বড়াই গাছ কেটে ফেলে ও ব্যাপকহারে ফসল নস্ট করে তারা ।
দেশের সিমান্ত রক্ষায়, প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) সদস্য ও বাংলাদেশীরা।
এ সময় সাউন্ড গ্রানেড ও হাতবোমা নিক্ষেপ করে বিএসএফ আহত হয় ৫ জন বাংলাদেশী কৃষক ।পদ্মা পাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হাটে ভারতীয়রা ও বিএসএফেরা।আহতদেরকে উদ্ধারকরে নেয়া হয় বিভিন্ন হাসপাতালে।স্থানীয় বাংলাদেশীদের অভিযোগ, ভারতীয়রা ধারালো দেশী অস্ত্র তীর দিয়ে হামলা চালায় হাতবোমা ও সাউন্ড গ্রানেড নিক্ষেপ করে । এতে সহযোগী করে বিএসএফ । বিকেল ৪ টার পরে চৌকা সিমান্তে শূন্য রেখা তে পতাকা বৈঠক করে বিএসএফ - বিজিবির সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে সীমান্তে আজকের ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সোচ্ছার থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছি।তিনি আরো জানান, বত্যমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।