মিয়ানমার ১.৮ লাখ রোহিঙ্গাকে ফেরানোর জন্য অনুমোদন দিলো

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ব্যাংকক, থাইল্যান্ড, ৪ এপ্রিল: মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১.৮ লাখকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ ২০১৮-২০২০ সালের মধ্যে ছয়টি ব্যাচে রোহিঙ্গাদের যে তালিকা দিয়েছিল, তার ভিত্তিতেই এই যাচাই-বাছাই করা হয়েছে।
আরও ৭০,০০০ রোহিঙ্গার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া এখনও চলমান, যেখানে তাদের ছবি ও নাম নিয়ে আরও বিশদ পর্যালোচনা করা হবে।
এই তথ্যটি শুক্রবার ৬ষ্ঠ বিম্সটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে জানিয়েছেন মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শো।
এটি প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মিয়ানমার আরও নিশ্চিত করেছে যে, অবশিষ্ট ৫.৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।
এ বৈঠকে বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করেন এবং মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।