সরাসরি আলোচনাই ইরানের সঙ্গে উত্তম পথ: ট্রাম্প

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রত্যক্ষভাবে কূটনৈতিক আলোচনার জন্য আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নয়, বরং সরাসরি আলোচনার মাধ্যমেই বিষয়গুলো দ্রুত এবং সহজে সমাধান করা যায়।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, “আমি মনে করি, সরাসরি আলোচনা করলেই ভালো হবে। এতে বিষয়টি দ্রুত এগিয়ে যাবে এবং অন্য পক্ষকে ভালোভাবে বোঝা সহজ হবে।”
গত মাসে ট্রাম্প ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহবান জানানোর পাশাপাশি সামরিক হুমকিও দিয়েছেন। ইরান পূর্বে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরোক্ষ আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
অবশ্য তেহরান আসলেই তার অবস্থান পরিবর্তন করেছে কি না, নাকি ট্রাম্প ইরানের অবস্থান নিয়ে জল্পনা-কল্পনা করছেন, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রশাসন ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এসেছে এবং ইরানের তেল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করার লক্ষ্যে চাপ বাড়িয়েছে।
ট্রাম্প ২০১৮ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (JCPOA) বাতিল করেন, যার ফলে ইরান নিজেদের অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনে। ইরান দাবি করছে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। অন্যদিকে, ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা বলা হয়।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাতে ‘শান্তি’ বয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি একই সঙ্গে ইরানকে প্রকাশ্য কূটনৈতিক আলোচনার আহবান জানানোর পাশাপাশি সামরিক হামলার হুমকিও দিয়ে আসছেন।
এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প কীভাবে ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চান এবং তা কতটা সফল হবে, তা এখনো অজানা। তবে প্রেসিডেন্টের এই আহবান আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার দৃষ্টিকোণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে।
সূত্র: আল জাজিরা