ওয়াকফ বিল প্রতিবাদে সহিংসতা, বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ওয়াকফ বিল প্রতিবাদে সহিংসতা, বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারতের পার্লামেন্টে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মণিপুরের থৌবাল জেলায় বিক্ষোভ উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন। এটি ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করার অভিযোগে করা একটি প্রতিবাদমূলক কাজ।

রোববার মণিপুরের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। থৌবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কে আয়োজিত এক বৃহৎ সমাবেশে ৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। নিরাপত্তা বাহিনী আগে থেকেই এলাকায় উপস্থিত ছিল এবং পরে আধাসামরিক বাহিনী ও অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়। সমাবেশের অনুমতি শুধু আলিয়া মাদ্রাসা এলাকা দিয়ে লিলং হাওরেবিতে দেওয়া হয়েছিল।

লিলং এলাকাটি মণিপুরের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা। রোববার দুপুরের নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মুসলিম এলাকায় সকাল থেকেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এই ধরনের পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মনোবল ভেঙে ফেলা এবং গণতান্ত্রিক প্রতিবাদ করা থেকে বিরত রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

থৌবালের ইরোং চেসাবাতে সকালে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ ঘটে। নিরাপত্তা বাহিনী মুসলিমদের একটি সমাবেশকে জোরপূর্বক বন্ধ করে দিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এখনও পর্যন্ত কোনও গুরুতর ঘটনার খবর পাওয়া যায়নি।

সমাজকর্মী এবং সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, “ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থি। এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”

ইম্ফল পূর্বের ক্ষত্রি আওয়াং লেইকাই, কৈরাং মুসলিম, কিয়ামগেই মুসলিম এবং বিষ্ণুপুর জেলার সোরাসহ অন্যান্য এলাকা থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে সংগঠিত এই প্রতিবাদের পিছনে রয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ। তারা মনে করছেন, এই বিলটি তাদের ধর্মীয় ও সামাজিক অধিকারকে হুমকির মুখে ফেলবে।


সম্পর্কিত নিউজ