বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বরিশালে আগৈলঝাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করছেন মরিশাস প্রবাসী যুবক শিশির ঢালী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বড় বাশাইল গ্রামের বিভেক ঢালীর ছেলে শিশির ঢালী মরিশাস থাকা অবস্থায় পাশের গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দেশে ফিরে ওঐ তরুণীর সাথে প্রেমের সুবাদে বিভিন্ন জায়গাতে ও পর্যটন স্পটে ঘুরাঘুরি ও করেন । ও ওই তরুণীর পড়াশোনার অর্থ দিয়ে সহযোগিতা ও করেন শিশির ঢালী। তবে সম্প্রতি শিশির ঢালীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন এই তরুণী । এ করণে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রেমিকার বাড়িতে বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শিশির ঢালী দীর্ঘ ৯ ঘন্টা অনশনের পরে স্থানীয় ইউপি সদস্য মানিক সরাদার ও পুলিশ গিয়ে দুই পরিবারের সম্মতিতে শিশির ঢালীকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়।
এদিকে ঐ তরুণী শিশির ঢালী সঙ্গে প্রেমের সম্পর্কের কথা সম্পুর্ণ অস্বীকার করেন তিনি বলেন শিশিরকে আমি কখনো বিয়ের কথা বলিনি। এমনকি শিশির ঢালীর সাথে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন তরুণী। শিশির ঢালী ও এই তরুণী কে বিয়ে না করতে পারলে আত্মহত্যা করবে বলে জানান তিনি। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুশংকার মল্লিক জানান প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয় এরপরে তাকে বুঝিয়ে ওই রাতেই পরিবারের কাছে পাঠানো হয়।


সম্পর্কিত নিউজ