বৈষম্যবিরোধী আন্দোলনের ১২ মামলার আসামি যুবলীগ নেতা গলাকাটা কাউসারকে গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি, বাড্ডা থানা যুবলীগের আহবায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসার (৪৫) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।
আজ বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে নয় ঘটিকায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্ৰেফতারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছ বলে তিনি স্বীকার করেছে।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।