আদালতের আদেশে দীপু মনি ও তার স্বামীর ২২টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

আদালতের আদেশে দীপু মনি ও তার স্বামীর ২২টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার স্বামী তাওফিক নেওয়াজের ২২টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন। এই অ্যাকাউন্টগুলোতে মোট ৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান দুটি পৃথক আবেদনের মাধ্যমে দীপু মনি ও তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আদেশ চেয়েছিলেন। এর মধ্যে দীপু মনির ১৮টি এবং তাওফিক নেওয়াজের ৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।

দীপু মনির বিরুদ্ধে আবেদনে বলা হয়েছে, দীপু মনি, তৈমুর নেওয়াজ, ও জাওয়াদুর রহিম ওয়াদুদের নামে রয়েছে এমন অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এছাড়াও তদন্তকালে জানা যায় যে, তারা তাদের অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পত্তিগুলো অবরুদ্ধ করা আবশ্যক।

অন্যদিকে, তাওফিক নেওয়াজের বিরুদ্ধে আবেদনে বলা হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন পরিচালিত হয়েছে। এছাড়াও তিনি তার অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পত্তিগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত। এই অ্যাকাউন্টগুলোতে মোট দুই কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা ছিল।

এই নতুন আদেশের আওতায় দীপু মনি ও তার স্বামীর আরও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ হওয়ায় তদন্ত প্রক্রিয়া আরও জটিল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতের এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে যে, সম্পত্তি হস্তান্তর বা বেহাতের কোনো সুযোগ থাকবে না এবং তদন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হবে।


সম্পর্কিত নিউজ