পঞ্চগড় থেকে উদ্ধারকৃত নীলগাই স্থানান্তরিত হচ্ছে গাজীপুর সাফারি পার্কে

পঞ্চগড় থেকে উদ্ধারকৃত নীলগাই স্থানান্তরিত হচ্ছে গাজীপুর সাফারি পার্কে
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া একটি বিলুপ্তপ্রায় নীলগাইকে শীঘ্রই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে স্থানান্তর করা হবে। পরবর্তীতে এটিকে চট্টগ্রামের ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার হরিপদ বাবু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রাণীটি বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় বাসিন্দারা এটি আটক করে কর্তৃপক্ষকে জানায়।

উদ্ধারের সময় নীলগাইটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের একটি আশ্রয়কেন্দ্রে এটিকে রাখা হয়। হরিপদ বাবু জানান, "চিকিৎসা ও পরিচর্যার ফলে প্রাণীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। গাজীপুর থেকে একটি বিশেষজ্ঞ দল এসে এর স্বাস্থ্য পরীক্ষা করবে।"

এর আগে গত বুধবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরডাঙ্গা এলাকা থেকে এই নীলগাইটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের বর্ণনায় জানা যায়, প্রাণীটিকে প্রথমে হরিণ ভেবে শতাধিক মানুষ তাড়া করতে থাকে। পরে এটি পাঙ্গা নদীতে ঝাঁপ দেয়।

স্থানীয়রা প্রাণীটিকে ঘিরে ধরে বেঁধে রাখেন। পরে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যান। বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন এটিকে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নীলগাইটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই একে পর্যায়ক্রমে গাজীপুর ও পরে ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হবে। এটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।


সম্পর্কিত নিউজ