স্বর্ণ ও রুপার বাজার: পুরো বছরজুড়ে কী হতে পারে দামের চিত্র?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকনোমিকসের পূর্বাভাস অনুযায়ী, আগামী মার্চ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে পারে। প্রথম প্রান্তিকে রুপার দামও নিম্নমুখী থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, পুরো বছরজুড়ে প্লাটিনামের দাম কমতির দিকেই থাকবে বলে অনুমান করা হচ্ছে।
স্বর্ণ, একটি মূল্যবান ও আলংকারিক ধাতু হিসেবে প্রাচীনকাল থেকেই সমাদৃত। গত এক মাসে প্রতি আউন্স (প্রায় আড়াই ভরি) স্বর্ণের দাম বেড়েছে ১২৫ ডলার। গত ৬ মাসে দাম বেড়েছে ২৭৮ ডলার, আর এক বছরের তুলনায় বেড়েছে ৬৯৬ ডলার। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৭০৩ ডলারে।
তবে ট্রেডিং ইকনোমিকসের মতে, আগামী মার্চ নাগাদ স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ২,৬৫৭ ডলারে নামতে পারে। দ্বিতীয় প্রান্তিকে দাম সামান্য বেড়ে ২,৬৯১ ডলারে পৌঁছাতে পারে। তবে বছরের শেষ দুই প্রান্তিকে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্বর্ণের দাম সাময়িকভাবে কমলেও রুপার দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। গত এক বছরে রুপার দাম বেড়েছে ৮ ডলার। বর্তমানে প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ৩০.৪ ডলারে। তবে মার্চ নাগাদ রুপার দাম কমে ২৯.৬২ ডলারে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের মতোই বছরের শেষ দুই প্রান্তিকে রুপার দামও বাড়তে পারে।
গত বছর ১৭ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স প্লাটিনামের দাম ছিল ৮৮০ ডলার। বর্তমানে এটি ৯৪৯ ডলারে বিক্রি হচ্ছে। তবে চলতি বছরে প্লাটিনামের দাম কমতির দিকেই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রথম প্রান্তিকে প্রতি আউন্স প্লাটিনামের দাম ৮৭৫ ডলারে, দ্বিতীয় প্রান্তিকে ৮৫৬ ডলারে এবং বছরের শেষ নাগাদ ৮২১ ডলারে নামতে পারে।
প্লাটিনাম কম্পিউটার হার্ড ডিস্ক, অপটিক্যাল ফাইবার, এলসিডি, টারবাইন ব্লেড, স্পার্ক প্লাগ, পেসমেকার, ডেন্টাল ফিলিং এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে এর চাহিদা সত্ত্বেও দাম কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য এই পূর্বাভাসগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করতে পারে। বাজারের গতিপথ বুঝে সঠিক সিদ্ধান্ত নিলে লাভের সম্ভাবনা বাড়ানো যেতে পারে।