বিদেশিরাও আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে নেচে-গেয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ণাঢ্য 'আনন্দ শোভাযাত্রা'-য় দেশি-বিদেশি সবাই মিলে উদযাপন করলেন বাংলা নববর্ষ। রঙিন মুখোশ, ঢাক-ঢোলের তালে আর নাচ-গানে মুখরিত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
শোভাযাত্রায় অংশ নেয়া বিদেশি পর্যটক ও শিক্ষার্থীদের মধ্যে ছিলেন জাপান, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির নাগরিকরা। কেউ বাজাচ্ছিলেন বাঁশি, কেউ আবার পরেছিলেন রঙিন শাড়ি-পাঞ্জাবি, হয়ে উঠেছিলেন একেবারে বাঙালি।
"এটা আমার জীবনের সবচেয়ে অসাধারণ সাংস্কৃতিক অভিজ্ঞতা," বললেন রাশিয়ার এক পর্যটক। "সবকিছুই এত প্রাণবন্ত—শুভ নববর্ষ!"
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। হাজারো মানুষের উপস্থিতিতে রমনা, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বহন করেছিলেন বাঁশের তৈরি বিভিন্ন শিল্পকর্ম—বাঘ, পাখি, মাছসহ গ্রামীণ জীবনের নানা প্রতীক। মুখোশ ও পাপেটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি।
চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন এই আনন্দযজ্ঞে। নববর্ষের সকালটা হয়ে উঠেছিল রঙ, সংগীত ও উৎসবের সম্মিলন।