দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল বাংলাদেশ সফরে আসছে

দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল বাংলাদেশ সফরে আসছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চলতি মে মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং ক্রিকেট দল। সাদা বলের এই সিরিজে দুই দল তিনটি করে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

দক্ষিণ আফ্রিকার দল আগামী ২ মে বাংলাদেশে পৌঁছাবে। ওডিআই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি ৬ মে সকাল ১০টায় শুরু হবে। একই ভেন্যুতে ৮ ও ১১ মে অনুষ্ঠিত হবে বাকি দুই ওডিআই।

টি-টোয়েন্টি সিরিজের জন্য মাঠ পরিবর্তন করে কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে খেলা হবে। ১৪ মে দুপুর ১:৩০টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। ১৬ ও ১৮ মে একই স্থানে অনুষ্ঠিত হবে পরের দুই ম্যাচ।

সফরের ম্যাচ সূচি:

  • ৬ মে: ১ম ওডিআই (চট্টগ্রাম)

  • ৮ মে: ২য় ওডিআই (চট্টগ্রাম)

  • ১১ মে: ৩য় ওডিআই (চট্টগ্রাম)

  • ১৪ মে: ১ম টি-টোয়েন্টি (কক্সবাজার)

  • ১৬ মে: ২য় টি-টোয়েন্টি (কক্সবাজার)

  • ১৮ মে: ৩য় টি-টোয়েন্টি (কক্সবাজার)

এই সিরিজে বাংলাদেশের উদীয়মান নারী ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মেধা প্রদর্শনের সুযোগ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।


সম্পর্কিত নিউজ