ছোট হচ্ছে এবারের জাতীয় বাজেট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাধারণ প্রবণতা ভেঙে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ছোট আকারের বাজেট প্রস্তুত করছে সরকার। সূত্রমতে, চলতি বছরের চেয়ে প্রায় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯৫ হাজার কোটি টাকার বাজেট রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠেয় কো-অর্ডিনেশন কাউন্সিলে এই প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। সভায় পরিকল্পনা, বাণিজ্য ও খাদ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সরকারি সূত্রে জানা গেছে, উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বিদেশি সহায়তা হ্রাস বাজেট সংকোচনের মূল কারণ। চলতি অর্থবছরের ৯ মাসে বাজেট বাস্তবায়নের হার মাত্র ৩৬ শতাংশ, যা বছরের শেষে ৭০ শতাংশ ছাড়াতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সংকোচনশীল মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর জন্যই এই সিদ্ধান্ত। তবে চূড়ান্ত বাজেটে পরিবর্তন হতে পারে।"
অর্থনৈতিক লক্ষ্যমাত্রা
প্রস্তাবিত বাজেটে:
-
জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ (চলতি বছর ৬.৭৫%)
-
মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা
-
রাজস্ব আদায় লক্ষ্য ৫ লাখ ১০ হাজার কোটি টাকা (চলতি বছর ৪ লাখ ৮০ হাজার কোটি)
-
২ লাখ ৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, "বর্তমান পরিস্থিতিতে সংকোচনমূলক বাজেটই যৌক্তিক। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরাতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো জরুরি।"
উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা থেকে সংশোধন করে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। গত ডিসেম্বরে ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকার প্রাথমিক প্রস্তাবনা ছিল যা বর্তমানে সংকোচন করা হচ্ছে।