পঞ্চগড়ে চীনা অর্থায়নে মেডিকেল কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চীনের সহায়তায় প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সোমবার বিকেলে শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, উত্তরাঞ্চলের মধ্যে স্বাস্থ্যসেবায় সবচেয়ে পিছিয়ে থাকা পঞ্চগড়ে এ ধরনের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকটের কারণে রোগীদের রংপুর বা দিনাজপুর পর্যন্ত যেতে হয় বলে তারা জানান।
২০২৩ সালে চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, জেলায় প্রয়োজনীয় ৩৫ একর জমি বরাদ্দ থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না।
প্রতিবাদকারীরা দাবি করেন, এ মেডিকেল কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে শুধু বাংলাদেশের উত্তরাঞ্চলই নয়, প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতের কিছু অঞ্চলের মানুষও চিকিৎসাসেবা পাবে। এতে আঞ্চলিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারা এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবহিত করেছেন।