গাজায় যুদ্ধবিরতি প্রবেশ করছে ৬০০ ত্রাণবাহী ট্রাক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস পর যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে থামল ইসরায়েলের নৃশংসতা।বন্ধ হয়েছে নির্বিচার বিমান হামলা।
গত শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে।
১৮ জানুয়ারি (রোববার) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধ বিরতির প্রস্তাবটি পাস হয়। রোববার যুদ্ধবিরতি শুরু হয় ঘণ্টা তিনেক বিলম্বে, স্থানীয় সময় বেলা সোয়া ১১টায়।
এদিকে ইজরায়েলের ৩ জিম্মি মুক্তির বিনিময় মুক্তি পেয়েছে ৯০ ফিলিস্তিনি। গাজার পশ্চিম তীর ও জেরুজালেমের বাসিন্দাদের ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এদের মধ্য ৬৯ নারী ও ২১ জন কিশোর রযেছে বলে জানিয়েছে হামাস। এর আগে, তিন ইজরায়েলি জিম্মিকে গাজা সিটিতে রেডক্রসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয় হামাস যোদ্ধেরা ।
তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী আমরা আজ তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁরা হলেন রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দোরোন স্টেইনব্রিচার (৩১)।
উবায়দা আরো জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী বাধা না দিলে, আরো একবছর আগেই যুদ্ধবিরতী চুক্তি হতো। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা প্যালেস্টাইন প্রিজনস জানিযেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া আরো দশহাজার ফিলিস্তিনি বন্দী আছে ইজরায়েলের কারাগারে।
যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় প্রবেশ করেছে ৬০০টি ত্রানবাহী ট্রাক। যুদ্ধ বিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন এই পরিমাণ ত্রাণ প্রবেশ করবে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ায় বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে স্বাস্থ্য সেবা