বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য ২০২৬

বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য ২০২৬
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ও সিঙ্গাপুর ২০২৬ সালের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব লুক গো'র নেতৃত্বে উভয় পক্ষ নিম্নলিখিত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে:

  • বাণিজ্য ও বিনিয়োগ

  • বিদ্যুৎ ও জ্বালানি খাত

  • ডিজিটাল অর্থনীতি

  • কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনা

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এফটিএ ছাড়াও শুল্ক সহযোগিতা চুক্তি, দ্বৈত কর পরিহার চুক্তি ও পর্যটন খাতে সমঝোতা স্মারক সই করার বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব সভায় তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও চামড়াজাত দ্রব্য রপ্তানিতে সিঙ্গাপুরি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে জ্বালানি খাত, কৃষি প্রযুক্তি ও পর্যটন অবকাঠামোয় সিঙ্গাপুরের বিনিয়োগ কামনা করেন তিনি।

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়ায় সিঙ্গাপুরকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে আসিয়ান এফটিএ ও আরসিইপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করে।

বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ চুক্তি সম্পাদিত হলে বাংলাদেশের জন্য সিঙ্গাপুর বাজার আরও উন্মুক্ত হবে এবং বিনিয়োগ বাড়বে। তবে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা।


সম্পর্কিত নিউজ