'ড্রাগন রানি' এমা স্টোন-টম ক্রুজের সাথে জুটি বাঁধছে নতুন হলিউড প্রোজেক্টে

'ড্রাগন রানি' এমা স্টোন-টম ক্রুজের সাথে জুটি বাঁধছে নতুন হলিউড প্রোজেক্টে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

'হাউজ অব দ্য ড্রাগন' খ্যাত অভিনেত্রী এমা ডি'আর্সি এবং হলিউড সুপারস্টার টম ক্রুজ একত্রে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে। বর্তমানে যুক্তরাজ্যের পাইউড স্টুডিওসে চলচ্চিত্রটির শুটিং চলছে বলে নিশ্চিত করেছেন এমা নিজে।

এমা ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আলেহান্দ্রো এবং টমের মতো শিল্পীদের সঙ্গে কাজ করা একজন অভিনেতা হিসেবে বিরল সুযোগ। তারা উভয়েই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ এবং তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।"

গত ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রটি ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তির ঘোষণা দিয়েছিল। পরিচালক ইনারিতু তার 'বার্ডম্যান' চলচ্চিত্রের লেখক দলের সঙ্গে আবারও একত্রিত হয়েছেন এই প্রোজেক্টে, যেখানে নতুন হিসেবে যোগ দিয়েছেন চিত্রনাট্যকার সাবিনা বিয়ারম্যান।

চলচ্চিত্রটির প্লট এখনও গোপন রাখা হয়েছে। তবে সূত্রমতে, এটি একটি বড় বাজেটের প্রোজেক্ট যেখানে টম ক্রুজ তার স্বভাবসিদ্ধ অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের মুগ্ধ করবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, 'হাউজ অব দ্য ড্রাগন'-এ তার অভিনয়ে সাড়া জাগানো এমা ডি'আর্সি কিভাবে নিজেকে এই প্রোজেক্টে উপস্থাপন করেন তা নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল।

চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন, এই জুটি হলিউডে নতুন এক উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশেষ করে টম ক্রুজ সম্প্রতি তার 'মিশন ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজির পর নতুন কোনো বড় প্রোজেক্ট নেওয়ায় দর্শকদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ।


সম্পর্কিত নিউজ