হেফাজত নেতাকর্মীদের ওপর সহিংসতার দায়ে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বর সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর গণহত্যার পক্ষে প্রচারণার অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ মঙ্গলবার হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযান ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ওই সহিংসতার পক্ষে গণমাধ্যমে প্রচারণা চালিয়েছেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল এখন অভিযোগপত্র গ্রহণযোগ্য কিনা তা যাচাই করবে। এরপর তদন্তের নির্দেশনা দেওয়া হতে পারে।
মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালের ওই সহিংসতায় বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছিল বলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।