বিকাশে রেমিটেন্স গ্রহণ করে ঘরে এল মোটরবাইকসহ আকর্ষণীয় পুরস্কার!

বিকাশে রেমিটেন্স গ্রহণ করে ঘরে এল মোটরবাইকসহ আকর্ষণীয় পুরস্কার!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিদেশে থাকা প্রিয়জনদের পাঠানো ভালোবাসা এবার ঘরেই এনে দিল মোটরবাইক! সম্প্রতি 'ট্যাপট্যাপ সেন্ড'-এর মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে দেশজুড়ে ১৫ জন ভাগ্যবান স্বজন জিতে নিয়েছেন দারুণ সব পুরস্কার—মোটরবাইক কুপন, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এবং আকর্ষণীয় ডিভাইস কুপন। পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় বিকাশের প্রধান কার্যালয়ে, এক আন্তরিক আয়োজনের মধ্য দিয়ে।

এবারের ক্যাম্পেইনে সবচেয়ে বেশি রেমিটেন্স যিনি পেয়েছেন, তিনি জিতে নিয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন! দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীরা পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে তিনজন করে মোট ১২ জন পেয়েছেন ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার ডিভাইস কুপনও।

পুরো মার্চ জুড়ে—১ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৫—চলেছে এই রেমিটেন্স ক্যাম্পেইন। মূল লক্ষ্য ছিল প্রবাসীদের বৈধ পথে, সহজে ও নিরাপদে টাকা পাঠাতে উৎসাহ দেওয়া। এই আয়োজন যেমন ছিল প্রিয়জনদের জন্য বড় চমক, তেমনি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স প্রবাহকে আরও গতিশীল করতেই ছিল এই প্রচেষ্টা।

বিকাশ ব্যবহার করে এখন বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে সরাসরি দেশের ২৫টি বাণিজ্যিক ব্যাংকে। সেখান থেকে মাত্র কয়েক মুহূর্তেই তা পৌঁছে যাচ্ছে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে—সহজ, ঝামেলাবিহীন এবং নিরাপদভাবে।

আরও ভালো খবর হচ্ছে—রেমিটেন্সের টাকা এখন গ্রাহকরা তুলতে পারছেন আরও সাশ্রয়ে! দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ২,৫০০টি ব্যাংকের এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকায় বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে টাকা ক্যাশ আউট করা যাচ্ছে।

এই ক্যাম্পেইন কেবল পুরস্কারের নয়, বরং ভালোবাসার, আস্থার এবং প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থকে সম্মান জানানোর একটি ছোট্ট প্রয়াস।


সম্পর্কিত নিউজ