ভারত থেকে ১৮টি পণ্যের আমদানি নিষিদ্ধ করল ইউনূস সরকার

ভারত থেকে ১৮টি পণ্যের আমদানি নিষিদ্ধ করল ইউনূস সরকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত, নেপাল ও ভুটান থেকে সুতাসহ ২০ ধরনের পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যা অবিলম্বে কার্যকর হয়েছে বলে এনবিআর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিষিদ্ধ পণ্যের তালিকা:

  • ভারত থেকে: সুতা, গুঁড়া দুধ, তামাকজাত দ্রব্য, নিউজপ্রিন্ট, বিভিন্ন ধরনের কাগজ, সিরামিক পণ্য, স্যানিটারি সামগ্রী, স্টেইনলেস স্টিলের পণ্য, মার্বেল পাথর ও টাইলস

  • নেপাল ও ভুটান থেকে: শুধুমাত্র সুতা ও আলু


ভ্যাট নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তামাক ডাঁটা আমদানি করতে পারবে।
এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "স্থানীয় শিল্প রক্ষা এবং অবৈধ পুনঃরপ্তানি বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে টেক্সটাইল, কাগজ ও সিরামিক খাতের স্থানীয় উৎপাদনকারীদের রক্ষায় এটি জরুরি পদক্ষেপ।"

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ভারত থেকে সুতা আমদানি বন্ধের দাবি জানায়। মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও এ সংক্রান্ত সুপারিশ করে।


বাণিজ্য বিশ্লেষক ড. মো. রফিকুল ইসলাম বলেন, "স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অস্বাভাবিকভাবে কম থাকায় স্থানীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এই সিদ্ধান্ত টেক্সটাইল খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।"

সরকারি তথ্য অনুযায়ী, গত অর্থবছরে স্থলবন্দর দিয়ে প্রায় ৫০ হাজার টন সুতা আমদানি হয়েছিল, যা দেশীয় সুতা শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল।
এনবিআর স্পষ্ট করেছে যে সমুদ্রপথে এসব পণ্য আমদানি করা যাবে। তবে স্থলবন্দরগুলোতে কঠোর নজরদারি বাড়ানো হবে।


সম্পর্কিত নিউজ