রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামি: শফিকুর রহমান

রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামি: শফিকুর রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামি। দলটির আমির ডা. শফিকুর রহমান জানান, জুনের দিকে গেলে বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন আয়োজনে জটিলতা তৈরি হতে পারে। তাই এসব আশঙ্কা এড়াতে রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হওয়া উচিত।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. শফিক বলেন, “আমরা জানতে চেয়েছি, প্রধান উপদেষ্টা যেহেতু ডিসেম্বর বা জুনের কথা বলেছেন, সেটা কতটা আন্তরিক। কারণ জুন পর্যন্ত অপেক্ষা করলে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। আমরা চাই, তার আগেই ভোট হোক।”

বৈঠকে নির্বাচন ছাড়াও দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি, সংখ্যালঘু অধিকার, নারী ও শ্রম অধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ সময় জামায়াত প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্কের পুনর্বিবেচনার অনুরোধ জানায়। শফিকুর রহমান বলেন, “আমরা আশা করি, এই সংকটময় সময়ে আমেরিকা আমাদের পাশে থাকবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


সম্পর্কিত নিউজ