ইউরোপীয় ইউনিয়নের 'নিরাপদ দেশ' তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের 'নিরাপদ দেশ' তালিকায় বাংলাদেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি বাংলাদেশসহ সাতটি দেশকে 'নিরাপদ' দেশ হিসেবে ঘোষণা করেছে। এই তালিকায় আরও রয়েছে কসোভো, কলম্বিয়া, মিসর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়া।

এই তালিকা তৈরির মূল উদ্দেশ্য হলো – যেসব দেশের নাগরিকরা আশ্রয় চাচ্ছেন, তাদের আবেদন দ্রুত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকা এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর এটি কার্যকর হবে।

তবে মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, এটা অনেক আবেদনকারীর ন্যায্য আশ্রয় চাওয়ার সুযোগ কমিয়ে দিতে পারে।

অভিবাসন ইস্যুতে ইউরোপ বর্তমানে চাপে রয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশে নির্বাচনের আগে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এই ধরনের কঠোর নীতির দিকে ঝুঁকছে ইইউ।

তালিকায় থাকা দেশগুলো ভবিষ্যতে বাড়তেও পারে বা সময়ের সঙ্গে পর্যালোচনা হতে পারে বলে জানিয়েছে অভিবাসন কমিশন।


সম্পর্কিত নিউজ