২৭ জেলায় দুর্যোগের পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কতা

২৭ জেলায় দুর্যোগের পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কতা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আবহাওয়া অধিদপ্তর দেশের ২৭টি জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আজ বৃহস্পতিবার সকালে জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে বিকেল ৩টা পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ ও ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রায় সবকটি জেলা ছাড়াও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জেলা এ তালিকায় রয়েছে। বিশেষভাবে ঝুঁকিতে আছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।

আবহাওয়া অফিসের বিশেষ পরামর্শ:
১. বজ্রপাতের সময় অবশ্যই ঘরের ভেতরে থাকুন
২. জানালা-দরজা বন্ধ রাখুন
৩. অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন
৪. উঁচু গাছ, বিদ্যুতের খুঁটি বা টাওয়ার থেকে দূরে থাকুন
৫. খোলা জায়গা, জলাশয় বা মাঠে অবস্থান করবেন না
৬. বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত করুন
৭. টিনের ছাউনি বা ক্ষয়িষ্ণু ভবনে অবস্থান না করা
৮. শিলাবৃষ্টির সময় গাড়ি বা শক্ত ছাদের নিচে আশ্রয় নিন
৯. জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া
১০. শিশু ও বয়স্কদের বিশেষভাবে দেখভাল করা

আবহাওয়া বিজ্ঞানী ড. মো. শাহীন ইসলাম বলেন, "এপ্রিল-মে মাসে পশ্চিমা লঘুচাপ ও তাপপ্রবাহের সংমিশ্রণে এমন অবস্থার সৃষ্টি হয়। বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা।"

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১২ জনের বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে, চলতি মাসে এ পর্যন্ত বজ্রপাতে ৪৭ জন প্রাণ হারিয়েছেন।

বর্তমান সতর্কতা আজ বিকেল ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।


সম্পর্কিত নিউজ