ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির নির্মম মৃত্যু: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির নির্মম মৃত্যু: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি (১১) বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর রাতেই তার নিথর দেহ পাওয়া যায় বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে।

নিহত জান্নাতি ওই এলাকার ফজলুল হক ফজু মিয়ার মেয়ে। ঘটনার সময় তার মা কিছুটা দূরে বাবার বাড়িতে ছিলেন। রান্নার হাঁড়ি দেখতে বলে মেয়েকে একা রেখে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভুট্টা ক্ষেতে মিলেছে ছোট্ট জান্নাতির বিকৃত মরদেহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। তার একটি হাত ও একটি পা ভেঙে দেওয়া হয়েছিল। মুখে গুঁজে দেওয়া হয়েছিল বালু। শরীরেও ছিল একাধিক নির্যাতনের চিহ্ন। এই পাশবিকতার বিস্তারিত জানতে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ রাত থেকেই অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে বেলাল হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশু জান্নাতির প্রতি এমন নৃশংস আচরণে স্তব্ধ গোটা জনপদ। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সম্পর্কিত নিউজ