ভারতের ১৩ লাখ সেনাবাহিনীকেও আমরা ভয় পাই না

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামাবাদে এক সাম্প্রতিক সমাবেশে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীর ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন। বুধবার প্রবাসী পাকিস্তানিদের সাথে আলোচনায় তিনি দাবি করেন, "কোনো শক্তিই কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না।"
প্রধান বক্তব্য:
-
কাশ্মীরকে "ইসলামবাদের গলার শিরা" আখ্যায়িত করেন মুনির
-
ভারতের ১৩ লাখ সেনাবাহিনীর সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেন
-
দ্বিজাতি তত্ত্বের পুনর্ব্যাখ্যা করেন
-
বেলুচিস্তান ও টিটিপি ইস্যুতে স্পষ্ট অবস্থান নেন
মুনির তার বক্তৃতায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের উল্লেখ করে বলেন, "ভারত ও পাকিস্তান ধর্ম, সংস্কৃতি ও আদর্শগতভাবে সম্পূর্ণ ভিন্ন দুই জাতি।" তিনি প্রবাসী পাকিস্তানিদের নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানানোর তাগিদ দেন।
বেলুচ বিদ্রোহীদের উদ্দেশ্যে কঠোর ভাষায় মুনির বলেন, "বেলুচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। কেউ এটা ছিনিয়ে নিতে পারবে না - আজ না, আগামী ১০ প্রজন্মেও না।"
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের জবাব: "কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের অবৈধ দাবির কোনো ভিত্তি নেই।"
রাজনৈতিক বিশ্লেষক ড. ফারহান আহমেদ বলেন, "এ ধরনের বক্তব্য আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর পথে নতুন মাত্রা যোগ করতে পারে। উভয় দেশের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।"