যুদ্ধ থামলেও থামছে না আগ্রাসন, গাজায় সেনা রাখবে ইসরায়েল, বললেন কাৎজ

যুদ্ধ থামলেও থামছে না আগ্রাসন, গাজায় সেনা রাখবে ইসরায়েল, বললেন কাৎজ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুদ্ধ শেষে শান্তির প্রত্যাশা থাকলেও বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক সাফ বার্তায় জানিয়েছেন—গাজা থেকে সেনা ফিরছে না। বরং "নিরাপত্তা অঞ্চল" বা বাফার জোনের নামে গাজার মধ্যেই সেনা মোতায়েন থাকবে, যেন ইসরায়েলের জনপদে আর কোনো হুমকি না আসে।

১৮ মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই ফিলিস্তিনের কিছু অঞ্চল কার্যত তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে, এমন দাবিও তোলেন কাৎজ। তিনি আরও জানান, হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে চাপ তৈরি করতেই গাজায় ছয় সপ্তাহের জন্য মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রাখা হচ্ছে।

এই ঘোষণায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জাতিসংঘ স্পষ্ট করে বলেছে—ইসরায়েলের এই সিদ্ধান্ত "ধ্বংসাত্মক" ফল বয়ে আনবে।
তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্ট্রিয়ার্স (এমএসএফ)। তাদের ভাষ্য, "গাজা এখন এক বিশাল গণকবরে পরিণত হয়েছে—যেখানে মারা পড়ছে ফিলিস্তিনিরা ও তাদের সাহায্যে এগিয়ে আসা মানুষরাও।"

গাজা যেন আর শুধুই এক ভূখণ্ড নয়, হয়ে উঠছে বর্তমান বিশ্বের সবচেয়ে গভীর মানবিক সংকটের প্রতীক।


সম্পর্কিত নিউজ