শ্রেণিকক্ষে আলু মজুদ, ক্লাস না করে বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের

শ্রেণিকক্ষে আলু মজুদ, ক্লাস না করে বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির দুটি কক্ষে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আলু মজুদ করেছেন। এতে নিয়মিত ক্লাস ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা হাজিরা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

বিদ্যালয় পরিদর্শনে দেখা গেছে:

  • দুটি শ্রেণিকক্ষের মেঝে জুড়ে আলু স্তূপ করা

  • ক্লাসের বেঞ্চ একপাশে সরিয়ে রাখা

  • বারান্দায় বস্তাবন্দী আলু রাখা

  • শ্রেণিকক্ষে পাঠদান অসম্ভব হয়ে পড়া

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তোফাজ্জল হোসেন শাহ নামের এক ব্যক্তি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শ্রেণিকক্ষে আলু রাখেন। তবে ছুটি শেষে ১৫ দিন পার হলেও তিনি আলু সরাননি।

প্রভাবিত শিক্ষার্থী রাকিব ইসলাম বলেন, "আমরা প্রতিদিন স্কুলে আসি, কিন্তু ক্লাস না হয়ে ফিরে যেতে হয়।"

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহসিন আলী দাবি করেন, "আলু সরানোর জন্য বারবার বলা হয়েছে। শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।"

খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক জানান, "ইউএনও'র নির্দেশে আলু অপসারণের কাজ শুরু হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"


সম্পর্কিত নিউজ