ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার

ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত আলিনুর পাভেল (৩২) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি), গুলশান বিভাগ।

ঘটনার সূত্রপাত ১ এপ্রিল ২০২৫, রাত আনুমানিক ২টার দিকে, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা মোঃ রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে একটি প্রাইভেটকারে করে এসে ১০-১২ জনের একটি দল গালিগালাজ, ফাঁকা গুলি বর্ষণ, বাসার গেইটে লাথি, ও সিসি ক্যামেরা ভাংচুর করে।

ডিবি জানায়, স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্তে নামলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে আলিনুর পাভেলকে শনাক্ত করা হয়। ফুটেজে অস্ত্র হাতে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

গ্রেফতারকৃত পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।


সম্পর্কিত নিউজ