মেঘনা সেতুতে ট্রাক উল্টে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজ শুক্রবার ভোরে (১৮ এপ্রিল) মেঘনা সেতুতে একটি রডবোঝাই ট্রাক উল্টে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৮ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এতে রড ছড়িয়ে পড়ায় ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ধীরে ধীরে যানজট ছড়িয়ে পড়ে গজারিয়ার মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গজারিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. শওকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর সকাল ৯টা থেকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এই ঘটনায় দীর্ঘক্ষণ দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এমন দুর্ঘটনা এড়াতে নিয়মিত যানবাহন তদারকি ও ওজন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পথচারীরা।