মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ বিদেশি আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (JIM) ব্যাপক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল কুয়ালালামপুরের মেদান ইম্বির এক বাণিজ্যিক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের বিবরণ:
-
১৮৫ সদস্যের বিশেষ বাহিনী অংশ নেয়
-
৮৯৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়
-
বাংলাদেশি: ১৬৫ জন
-
নেপালি: ১২৪ জন
-
অন্যান্য দেশের নাগরিক: ২১৭ জন
-
আটককৃতদের বয়স ২৫-৬৫ বছর
আটকের কারণ:
-
বৈধ ভিসার মেয়াদোত্তীর্ণ
-
জাল নথিপত্র ব্যবহার
-
অনুমোদিত পেশার বাইরে কাজ করা
-
লুকিয়ে থাকার চেষ্টা
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, "অভিযানে কিছু বিদেশি নাগরিক টয়লেট ও স্টোররুমে লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন। আমরা অবৈধ অভিবাসন বন্ধে কঠোর অবস্থানে আছি।"
আটককৃতদের মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।