পল্লবীতে ৪ বছরের শিশুর নির্মম মৃত্যু: বুকের ধনকে হারিয়ে মায়ের হৃদয়বিদারক আর্তনাদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
"আমার মেয়ে ভিক্ষা করে পর্যন্ত ছেলেদের খাইয়েছে, সেই বুকের ধন আজ কোথায় গেল?"—ঢাকার পল্লবী থানার সিঁড়িতে বসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন চার বছর বয়সী নিহত শিশু আবু বক্করের মা আয়শা বেগম।
পল্লবীর এক বাইক সার্ভিসিং সেন্টারে শিশু আবু বক্কর সিদ্দিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কমপ্রেসার মেশিনের মাধ্যমে তার পায়ুপথে জোরপূর্বক বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় শিশুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আবু বক্কর ‘ফুলকলি-৭’ নামের একটি এনজিও স্কুলে শিশু শ্রেণিতে পড়তো। তার বাবা একজন বাসচালক, আর মা গার্মেন্টসে কাজ করেন। অভাব-অনটনের মাঝেও মা আয়শা তার সন্তানদের ভালো রাখার জন্য সব করেছেন। এমনকি ভিক্ষা করে হলেও ছেলেদের মুখে খাবার তুলে দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বড় ভাইয়ের কর্মস্থলে গিয়ে জীবন হারায় ছোট্ট আবু বক্কর। দোকানে বড় ভাই না থাকায়, দোকান মালিক ও এক কিশোর কর্মচারী মিলে শিশুটির উপর চালায় বর্বর নির্যাতন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পল্লবী থানায় দায়ের করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান শিশুটির পরিবার।