মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কক্সবাজার শহর থেকে মহেশখালী দ্বীপে প্রথমবারের মতো সি-ট্রাক (ফেরি) পরিষেবা চালু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের ছয় নম্বর জেটি ঘাট থেকে পরীক্ষামূলকভাবে এ যাত্রা শুরু হয়।
সেবার বৈশিষ্ট্য:
-
১০ কিলোমিটার সমুদ্রপথে চলাচল
-
একসঙ্গে ২০০-২৫০ যাত্রী পরিবহন সক্ষম
-
পন্টুন সুবিধা সংযুক্ত
-
বিশেষভাবে উপকৃত হবে গর্ভবতী ও বয়োজ্যেষ্ঠরা
মহেশখালী বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এখন অসুস্থ রোগী ও জরুরি যাত্রায় ভোগান্তি কমবে।"
বিআইডব্লিউটিএ'র পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, "৫ আগস্টের পর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলক চলার পর আনুষ্ঠানিকভাবে চালু হবে।"
এনসিপি নেতা এসএম সুজা উদ্দিন বলেন, "দ্বীপবাসীর বহু বছরের দাবি পূরণ হয়েছে। এতে জীবনযাত্রার মান উন্নয়ন হবে।"
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি আলমগীর ফরিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।