টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজীপুরের টঙ্গীতে এক মর্মান্তিক ঘটনায় ৬ বছর বয়সী মালিহা ও তার ৪ বছর বয়সী ভাই আব্দুল্লাহর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে রূপবানের টেক এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে।
শিশুদের মা সালেহা বেগম ঘুম থেকে জেগে দরজা খোলা অবস্থায় তাদের রক্তাক্ত দেহ দেখে চিৎকার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিশু দুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় শিশুদের বাবা বাইরে ছিলেন আর দাদি উপরের তলায় ছিলেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। হত্যার কারণ ও আসামিদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে তিনি জানান।