চট্টগ্রামে রিকশা নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রামের চকবাজার এলাকায় হৃদয়বিদারক একটি দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গেলে এক শিশু নিখোঁজ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির প্রবল তোড়ে রিকশাটি নালায় পড়ে যায়। রিকশায় থাকা এক নারী ও চালককে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও নারীর কোলে থাকা ৬ মাস বয়সী শিশু পানির তোড়ে ভেসে যায়।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।
শিশুটিকে দ্রুত উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা একযোগে কাজ চালিয়ে যাচ্ছেন।